• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar

Education Board Result

Bangladesh

.

  • হোম
  • রেজাল্ট
    • পি এস সি রেজাল্ট
    • জে এস সি রেজাল্ট
    • এস এস সি রেজাল্ট
    • এইচ এস সি রেজাল্ট
  • ভর্তি বিজ্ঞপ্তি
  • ভর্তি পরীক্ষার রেজাল্ট
  • English

এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ কারিগরি শিক্ষা বোর্ড মার্কশিট সহ

February 24, 2020 by tejr43

এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ এবং বিটিইবি এসএসসি রেজাল্ট ২০২০ একই অর্থ। যদি আপনি এসএসসি পরীক্ষার ভোকেশনাল রেজাল্ট খুজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। কারন এই লেখার মাধ্যমে আমরা মার্কশিট সহ রেজাল্ট দেখার নিয়মগুলো সঠিক ভাবে বর্ননা করতে যাচ্ছি। যদি আপনি কেবলমাত্র এইচএসসি রেজাল্ট ২০২০ দেখতে চান তহলে আপনি আমারদের অন্য আর্টিকেল পড়তে পারেন। যাই হোক, রেজাল্ট প্রকাশের পরে সাধারনত পরীক্ষার্থীরা অধিক আগ্রহী হয়ে ওঠেন তাদের পরীক্ষার রেজাল্ট দেখার জন্য। কিন্তু বিষয় হলো, অনেকের সঠিক নলেজ না থাকার কারনে সঠিক ভাবে রেজাল্ট দেখতে ব্যর্থ হন। ফলে অনেকেই বিভিন্ন অভিজ্ঞ লোকদেরকে খুজে থাকেন তাদের রেজাল্ট খুজে বের করার জন্য। কিন্তু আপনি জানেন কি এই সহজ কাজটি আপনি নিজেই করেতে পারেন? ঘাবড়াবেন না, আপনাদের সুবিধার জন্যই আমাদের আজকের এই লেখাটি।

এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ কবে দেবে?

অনেকেই আবার পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার আগে জানতে চায় এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ কবে দেবে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবছর এসএসসি ভকেশনাল পরীক্ষা শুরু হয়েছিলো ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ৩ তারিখে। এবং তা শেষ হয় এপ্রিল মাসের ১৯ তারিখে। কারিগরী বোর্ডের নিয়ম অনুসারে এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ আগামী জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে যাচ্ছে। যেহেতু রেজাল্ট প্রকাশের তারিখ এখনো সঠিক ভাবে কোথাও প্রকাশ হয়নি বলে সঠিক তারিখটা দেয়া সম্ভব হয়নি। তবে শিক্ষা বোর্ডের মাধ্যমে সঠিক তারিখ ঘোষনা হওয়া মাত্র আমরা এখানে আপডেট করে দেবো।

ভকেশনাল মার্কশিটসহ রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ দেখার অনেক নিয়ম রয়েছে। তাদের ভিতর তিনটি নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তিনটির ভিতর দুটি হলো অনলাইন পদ্ধতি এবং একটি এসএমএস পদ্ধতি। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।

এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ এসএমএস পদ্ধতি
ওয়েব-বেস্ড্ রেজাল্ট দেখার নিয়ম
বিটিইবি এসএসএসসি রেজাল্ট অনলাইন পদ্ধতি

এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ এসএমএস পদ্ধতি

পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আপনি এসএমএস এর মাধ্যমে সহজেই আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। আর এর জন্য আপনার দরকার হবে একটি মোবাইল ফোন। কোন ইন্টারনেট সংযোগ লাগবে না। মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনাকে নিচের মত করে একটি এসএমএস লিখতে হবে।

SSC <space> TEC <space> Exam Roll <space> Passing Year

উদাহরন: SSC TEC 112233 2019 এবং মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।

অপেক্ষা করুন। রেজাল্ট প্রকাশ হওয়াার পরে আপনাকে মেসেজের মাধ্যমে আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

বিটিইবি এসএসএসসি রেজাল্ট অনলাইন পদ্ধতি

কারিগরী শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ দেখা খুবই সাধারন একটি পদ্ধতি। যে কেউ চাইলেই অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। মুলত শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইট থেকে রেজাল্ট দেখতে হবে। আপনাদের সুবিধার জন্য শিক্ষাবোর্ডের সাইটটি নিচে ইমবেড করে দেয়া হলো। নিচের ফর্মে বেশি কিছু তথ্য লিখে ও নির্বাচন করে আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে হবে। তথ্যগুলোর মধ্যে হলো, এক্সামিনেশন থেকে এসএসসি (ভোকেশনাল) নির্বাচন করুন, পরীক্ষার সন ২০২০ নির্বাচন করুন, কারিগরী শিক্ষা বোর্ড নির্বাচন করুন। এবার আপনার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সিকিউরিটি কি লিখুন। সকল তথ্য সঠিক ভাবে দিয়ে থাকলে সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

ওয়েব-বেস্ড্ রেজাল্ট দেখার নিয়ম মার্কশিট সহ

ওয়েব বেস্ড্ রেজাল্ট দেখার নিয়ম খুবই পরিচিত একটি উপায়। সাধারনতা মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য এই পদ্ধতি অনুসরন করা হয়। eboardresults.com ওয়েব সাইট থেকে সাধারনত রেজাল্ট দেখা হয়। যেভাবে মার্কশিট সহ এস এস সি ভোকেশনাল রেজাল্ট ২০২০ দেখবেন সেটি নিচে বর্ননা করা হলো-

১ম ধাপ: প্রথমে Examination ঘর থেকে SSC/Dakhil/Equivalent অপশন নির্বাচন করুন।
২য় ধাপ: এবার আপনার পরীক্ষার সন ২০২০ নির্বাচন করুন।
৩য় ধাপ: বোর্ড এরিয়া থেকে Technical board নির্বাচন করুন।
৪র্থ ধাপ: Individual Result নির্বাচন করুন।
৫ম ধাপ: আপনার পরীক্ষার রোল নম্বর লিখুন।
৬ষ্ঠ ধাপ: মার্কশিট সহ রেজাল্ট দেখতে রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
৭ম ধাপ: এই ধাপে আপনাকে সঠিক ভাবে ক্যাপচা পূরোন করতে হবে।
শেষ ধাপ: সবকিছু সঠিক ভাবে পূরোন হয়ে গেলে Get Result বাটনে ক্লিক করুন।

web-based result bteb

সব শেষে আমরা বলতে চাই, আপনার ভালো ফলাফলের জন্য আপনাকে অভিন্দন। আর যাদের আশানুরূপ ফলাফল করতে পারেনি তাদের মন খারাপের কিছু নেই। পরবর্তিতে আবার ভালো পরীক্ষা দেবেন সে প্রত্যাশা করি। তবে যদি কারো প্রকাশিত রেজাল্ট নিয়ে সন্দেহ থেকে থাকে তাহলে চাইলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারেন। বোর্ডের কোন ভুল থেকে থাকলে তার সংশোধন হয়ে সঠিক রেজাল্ট আবার প্রকাশিত হব। সবাই ভালো থাকবেন। এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

Filed Under: SSC Exam Result

Primary Sidebar

Recent Post

  • eboardresults.com মার্কশিট সহ সকল রেজাল্ট দেখুন
  • সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখুন www.educationboardresults.gov.bd থেকে
  • পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, 5 টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন
  • হলি ক্রস কলেজ একাদশ ভর্তির ফলাফল প্রকাশ ২০২০-২১ শিক্ষাবর্ষ
  • এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ কারিগরি শিক্ষা বোর্ড মার্কশিট সহ

Copyright © 2021