• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar

Education Board Result

Bangladesh

.

  • হোম
  • রেজাল্ট
    • পি এস সি রেজাল্ট
    • জে এস সি রেজাল্ট
    • এস এস সি রেজাল্ট
    • এইচ এস সি রেজাল্ট
  • ভর্তি বিজ্ঞপ্তি
  • ভর্তি পরীক্ষার রেজাল্ট
  • English

জেএসসি রেজাল্ট ২০১৯ দেখার সকল নিয়মগুলো একসাথে দেখে নিন

December 30, 2019 by tejr43

আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাতে যাচ্ছি কিভাবে আপনারা জেএসসি রেজাল্ট ২০১৯ সহজেই দেখতে পারবেন। রেজাল্ট প্রকাশের দিন অনেকেই রেজাল্ট দেখার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করা শুরু করে। অনেকে সঠিক পদ্ধতি খুজে পায় আবার অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায়। আজকে তাদের জন্য এই লেখাটি। চলুন কথা না বাড়িয়ে মুল বিষয়ে চলে যাই।

বিদ্র: জেএসসি/জেডিসি রেজাল্ট ২০১৯, ৩১শে ডিসেম্বর দুপুর ১২:৩০ এ প্রকাশিত হতে যাচ্ছে।

জেএসসি রেজাল্ট ২০১৯ দেখার নিয়ম

সাধারনত ৩টি উপায়ে আপনি জেএসসি রেজাল্ট ২০১৯ দেখতে পাবেন। তিনটি উপায়ই নিচে বর্ননা করা হবে। উপায়গুলো জেনে নিলে আপনি খুব সহজেই আপনার রেজাল্ট হাতের কাছেই পেয়ে যাবেন।

১। educationboardresults.gov.bd এর মাধ্যমে।
২। eboardresults app stud এর মাধ্যমে।
৩। SMS এর মাধ্যমে।

ভিডিও দেখে নিতে পারেন

educationboardresults.gov.bd এর মাধ্যমে রেজাল্ট দেখার উপায়

educationboardresults.gov.bd হলো বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চা মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইট। যেখান থেকে আপনি খুব সহজেই জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। চলুন জেনে নেয়া যাক।

  1. প্রথমেই নিচের শিক্ষা মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েব সাইটটি ভালো ভাবে লক্ষ করতে হবে।
  2. এখানে আপনাকে আপনার পরীক্ষার তথ্যগুলো প্রদান করতে হবে।
  3. পরীক্ষা, বছর, শিক্ষাবোর্ড, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও সিকিউরিটি কি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। খুব দ্রুতই আপনার রেজাল্ট দেখতে পাবেন।
  4. অনেকেই সিকিউরিটি কোড নিয়ে ঝামেলায় পরে যায়। আসলে এটা কোন ঝামেলার বিষয় নয়। আপনি বাম পাশে যে সংখ্যা দেখবে পাবেন তার যোগ ফল খালি যায়গায় বসাতে হবে। সঠিক যোগফল না দিলে আপনি রেজাল্ট দেখতে পাবেন না। যেমন যদি থাকে ৭+৩ তাহলে খালি যায়গায় আপনাকে লিখতে হবে ১০।

eboardresults app stud এর মাধ্যমে রেজাল্ট দেখার উপায়

  1. প্রথমে eboardresults app stud এ যেতে হবে।
  2. এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রেজাল্ট টাইট “ইন্ডিভিজুয়াল রেজাল্ট”, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, ও সিকিউরিটি কি দিতে হবে।
  3. মার্কশিট সহ রেজাল্ট দেখতে হলে অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশন নম্বর দিতে হবে।
  4. অনেক সিকিউরিটি কি নিয়ে চিন্তায় পড়ে যান। যদি সিকিউরিটি কি বুঝতে অসুবিধা হয় তাহলে লাল রঙের রিলোড বাটনে ক্লিক করলে নতুন আর একটি কোড পেয়ে যাবেন।
  5. নিচে প্রদর্শিত ছবির মতো করে পরীক্ষার সকল তথ্য দিয়ে Get Result বাটনে ক্লিক করতে হবে।
  6. কোন কারনে মার্কশিট দেখা না গেলে একই নিয়মে আবার চেষ্টা করুন।

জেএসসি রেজাল্ট

SMS এর মাধ্যমে জেএসসি রেজাল্ট দেখার উপায়

এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট ২০১৯ দেখতে হলে আপনাকে নিচের মত করে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ টাইপ করতে হবে। আর সেই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। রেজাল্ট প্রকাশের পরে আপনাকে মেসেজের মাধ্যমে আপনার পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

JSC <space> BAR <space> 657385 <space> 2019

উদাহরন: JSC BAR 657385 2019

[এখানে BAR হলে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের কোড নম্বর এবং 657385 হলো পরীক্ষার রোল নম্বর। এই দুটি অংশ আপনাকে পরিবর্তন করে আপনার নিজের তথ্য দিতে হবে ]

SMS এর মাধ্যমে জেডিসি রেজাল্ট দেখার উপায়

JDC <space> BAR <space> 657385 <space> 2019

উদাহরন: JDC MAD 657385 2019

[এখানে MAD হলো মাদ্রাসা বোর্ডের কোড নম্বর এবং 657385 হলো পরীক্ষার রোল নম্বর। ]

বিভিন্ন বোর্ডের কোড

  • Barisal Board – BAR
  • Chittagong Board – CHI
  • Comilla Board – COM
  • Dhaka Board – DHA
  • Dinajpur Board – DIN
  • Jessore Board – JES
  • Rajshahi Board – RAJ
  • Sylhet Board – SYL
  • Madrasah Board – MAD

বন্ধুরা, রেজাল্ট দেখার নিয়মগুলো এই পর্যন্তই। আশা করছি আজকের এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। এছাড়া চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপেজ জয়েন করে একে অপরকে সহোযোগীতা করে রেজাল্ট দেখে নিতে পারেন। আজকের মতে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Filed Under: JSC Exam Result

Primary Sidebar

Recent Post

  • eboardresults.com মার্কশিট সহ সকল রেজাল্ট দেখুন
  • সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখুন www.educationboardresults.gov.bd থেকে
  • পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, 5 টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন
  • হলি ক্রস কলেজ একাদশ ভর্তির ফলাফল প্রকাশ ২০২০-২১ শিক্ষাবর্ষ
  • এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ কারিগরি শিক্ষা বোর্ড মার্কশিট সহ

Copyright © 2021