• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar

Education Board Result

Bangladesh

.

  • হোম
  • রেজাল্ট
    • পি এস সি রেজাল্ট
    • জে এস সি রেজাল্ট
    • এস এস সি রেজাল্ট
    • এইচ এস সি রেজাল্ট
  • ভর্তি বিজ্ঞপ্তি
  • ভর্তি পরীক্ষার রেজাল্ট
  • English

জেডিসি রেজাল্ট ২০১৯ মাদ্রসা বোর্ড মার্কশিট সহ দেখুন

December 23, 2019 by tejr43

জেডিসি রেজাল্ট ২০১৯ মার্কশিট সহ দেখার জন্য সবাইকে স্বাগতম। যদি আপনি জেডিসি বা জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট খুজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। কারন বাংলাদেশে আমরা অন্যতম শিক্ষা বিষয়ক ওয়েবসাইট যেখানে সকল পরীক্ষার রেজাল্ট দেখার সঠিক তথ্য প্রদান করে থাকে। এই লেখার মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে জেডিসি পরীক্ষার রেজাল্ট দেখার সকল কৌশল বর্ননা করতে যাচ্ছি।

জেডিসি এর পূর্নরূপ হচ্ছে “জুনিয়র দাখিল সার্টিফিকেট”। আসলে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) বা জেডিসি একই ধরনের পরীক্ষা। কিন্তু জেএসসি পরীক্ষা ৯টি মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধিনে হয়ে থাকে অন্যদিকে জেডিসি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে হয়ে থাকে। উভয় পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হয় আবার প্রায় একই কারিকুলাম মেনে চলা হয়। দুটি পরীক্ষার কমন বিষয়গুলো হলো, বাংলা, ইংলিশ, অংক, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচিতি।

জিডিসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ প্রকাশের তারিখ

জিডিসি পরীক্ষার রুটিন অনুসারে, নভেম্বরের ২ তারিখ ২০১৯ এ পরীক্ষা শরু হয়েছিলো আর শেষ হয়েছিলো ১৩ই নভেম্বর। পরীক্ষার রেজাল্ট প্রকাশের নিয়ম অনুসারে সর্বচ্চ ৬০ দিনের ভিতর পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা। হিসেব মতে জিডিসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে জানুয়ারী ২০২০ এর প্রথম সপ্তাহে।

কিন্তু বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, জেডিসি পরীক্ষার রেজাল্ট ৩১শে ডিসেম্বর ২০১৯ এ প্রকাশ হবে। কিন্তু এই তারিখ অফিসিয়াল ভাবে প্রকাশ করা হয়নি।

জিডিসি রেজাল্ট প্রকাশের তারিখ
সম্ভব্য তারিখ: ৩১শে ডিসেম্বর ২০১৯
শতর্কতা: রেজাল্ট প্রকাশের তারিখ এখনও অফিসিয়াল ভাবে প্রকাশ করা হয়নি।

যেভাবে জিডিসি পরীক্ষার রেজাল্ট পাবেন

জুনিয়র দাখিল পরীক্ষার রেজাল্ট ২০১৯ দেখার অনেগুলো উপায় রয়েছে। প্রথমত হলো অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন অপরটি হলো এসএমএস এর মাধ্যমে দেখতে পাবেন। রেজাল্ট দেখার জন্য দুটি উপায়ই কার্যকর। জেডিসি পরীক্ষার রেজাল্ট দেখার উপায় জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার মতই। কিন্তু এখানে কিছুটা পরিবর্তন রয়েছে। নিচের পদ্ধতি গুলো ভালোভাবে অনুসরন করুন। আমরা সকল পদ্ধতিই সঠিক ভাবে বর্ননা করার চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করা যাক।

অনলাইনে যেভাবে জুনিয়র দাখিল পরীক্ষার রেজাল্ট দেখবেন

জেডিসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ দেখার জন্য নিচের ফর্মটি সঠিক ভাবে পূরোন করতে হবে। নিচের ফর্মে ৬টি তথ্য সঠিক ভাবে না দিলে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন না।

১। প্রথমে আপনাকে Exammination এরিয়া থেকে JSC/JDC নির্বাচান করতে হবে।
২। এরপর Year এর জায়গায় আপনার পরীক্ষার সন নির্বাচন করুন।
৩। তারপরে Board এর ঘরে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি নির্বাচন করুন।
৪। এবার আপনি আপনার Roll এর জায়গায় খুব সতর্কতার সাথে আপনার রোল নম্বর টাইপ করুন।
৫। সাবধানে Reg:No এর জায়গায় রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।
৬। একেবারে শেষে দুটি সংখ্যার যোগফল লিখতে হবে। যাকে Capcha বা সিকিউরিটি কি বলে।

সকল তথ্য সঠিক ভাবে দেয়া হলে রেজাল্ট দেখতে “Submit” বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের ভিতরেই আপনি আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।

এসএমএস এর মাধ্যমে জেডিসি রেজাল্ট ২০১৯ দেখুন

এবার আমরা শেয়ার করবো কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন। এটা খুবই সহজ পদ্ধতি। কেবলমাত্র আপনাকে আপনার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠাতে হবে। রেজাল্ট প্রকাশের পরে ফিরতি মেসেজের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করা যাক।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। এরপর নিচের মত করে একটি মেসেজ টাইপ করুন।

JDC <স্পেস দিন > MAD <স্পেস দিন > ROLL NUMBER <স্পেস দিন > YEAR

উদাহরন: JDC MAD 12345 2019 [এখানে MAD মানে মাদ্রাসা বোর্ডের কোড বা প্রথম তিন সংখ্যা]

এবার মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

যেভাবে জুনিয়র দাখিল পরীক্ষার রেজাল্ট ২০১৯ মার্কশিট সহ দেখবেন

জুনিয়ার মাদ্রবোর্ডের মার্কশিট সহ রেজাল্ট দেখার এটি আর একটি পদ্ধতি। মার্কশিট সহ রেজাল্ট দেখতে নিচের ওয়েববেজ রেজাল্ট সিস্টেম থেকে আপনার সঠিক তথ্য দিতে হবে। সকল তথ্য ঠিকঠাক মত দেয়ার পরই কেবল আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখ পারবেন।

jdc result from eboardresults

১। প্রথমে আপনাকে Examination এরিয়া থেকে JSC/JDC নির্বাচন করতে হবে।
২। তারপর আপনার পরীক্ষার সন অর্থৎ Year থেকে 2019 নির্বাচন করতে হবে।
৩। Board অপশন থেকে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি নির্বাচন করুন।
৪। এবার যদি আপনি একক রেজাল্ট দেখতে চান তাহলে Result Type অপশন থেকে Individual Result নির্বাচন করুন।
৫। খুব সাবধানে Roll এর ঘরে আপনার জেডিসি পরীক্ষার রোল নম্বর লিখুন।
৬। এই পর্যায়ে আপনাকে Registration (Optional) ঘরে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নম্বর লিখুন। যদিও এটা অপশনাল বলা আছে কিন্তু আপনি যদি মার্কশিট দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে রেজিষ্টেশন নম্বর লিখতে হবে।
৭। এবার Security Key অপশনে ভালো করে সিকিউরিটি দেখে এর ঘরে টাইপ করুন। যদি সিকিউরিটি কি বুঝতে অসুবিধা হয় তাহলে অন্য আরএকটি কি দেখতে Reload লাল বাটনে ক্লিক করুন।
৮। সব তথ্য ঠিকঠাক থাকলে Get Result বাটনে ক্লিক করে মার্কশিট সহ রেজাল্ট দেখতে অপেক্ষা করুন।

বিদ্র: অনেক সময় মার্কশিট নাও আসতে পারে সেক্ষেত্রে আবার একই নিয়মে রেজাল্ট বের করুন।

শেষ কথা:

আশা করছি আজকের জেডিসি রেজাল্ট ২০১৯ দেখার কৌশলগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লেখাটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন। এতে যেমন আপনার উপকার হবে তেমনি আপনার বন্ধুদেরও উপকার হবে। আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জল হোক এই কামনা করে আজকের মতে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Filed Under: JSC Exam Result

Primary Sidebar

Recent Post

  • eboardresults.com মার্কশিট সহ সকল রেজাল্ট দেখুন
  • সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখুন www.educationboardresults.gov.bd থেকে
  • পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, 5 টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন
  • হলি ক্রস কলেজ একাদশ ভর্তির ফলাফল প্রকাশ ২০২০-২১ শিক্ষাবর্ষ
  • এসএসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ কারিগরি শিক্ষা বোর্ড মার্কশিট সহ

Copyright © 2021