জেএসসি, এসএসসি, এইচএসসি কিংবা ভকেশনালের মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য eboardresults.com এর বিকল্প নেই। এপস্ ভিত্তিক এই ওয়েব সাইটটি তাই সকলের কাছে খুবই জনপ্রিয়। কেবল মাত্র একক রেজাল্ট দেখা যাবে বিষয়টা তেমনও না। এই এপসটির রয়েছে নানান উপকারী দিক। একক রেজাল্ট দেখা, বোর্ডের রেজাল্ট এনালাইসিস করা, কোন প্রতিষ্ঠানের সকল রেজাল্ট দেখা সহ রয়েছে আরো অনেক দিক। আজ আমরা সকল বিষয়নিয়ে আপনাদের কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করবো।
যেভাবে দেখবেন জেএসসি/ এসএসসি/ এইচএসসি রেজাল্ট
উপরের যে কোন একটি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে এখান থেকে এপস্ টিতে প্রবেশ করতে হবে। এপস্ এ যাওয়ার পরে অনেকগুলো অপশন দেখা যাবে। অপশনগুলোর ভিতর থেকে SSC/HSC/JSC/ Equivalent Result অপশনে ক্লিক করলে নেতুন একটি স্ক্রিন চলে আসবে।
নতুন স্ক্রিনে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন-
- এক্সামিনেশন: এখান থেকে আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন সেটি নির্বাচন করতে হবে।
- ইয়ার: কোন সালের রেজাল্ট দেখতে চাচ্ছেন সেটি নির্বাচন করতে হবে।
- বোর্ড: কোন শিক্ষা বোর্ডের রেজাল্ট খুজছেন সেটি নির্বাচন করতে হবে।
- রেজাল্ট টাইপ:একক রেজাল্ট দেখার জন্য Individual Result নির্বাচন করুন।
- রোল: আপনার পরীক্ষার রোল নম্বর খুব সাবধানে লিখে ফেলুন।
- রেজিষ্ট্রেশন (অপশনাল): যদিও এই অপশনকে অপশনাল বলা হয়। কারন যদি আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে।
- সিকিউরিটি কি: এই ঘরে আপনাকে সিকিউরিটি কি লিখতে হবে। সিকিউরিটি কি বুঝতে অসুবিধা হলে লাল রং এর রিলোড বাটনে ক্লিক করুন।
সব কিছু ঠিকঠাক মত দেয়া হলে গেট রেজাল্ট বাটনে ক্লিক করুন।
মার্কশিটি সহ রেজাল্ট দেখার জন্য এই পদ্ধতিটি খুবই সহজ। পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার তিন ঘন্টা পর থেকে মার্কশিট সহ রেজাল্ট দেখা সম্ভব। অনেকে রেজাল্ট প্রকাশের সাথে সাথে সব কিছু দেখতে পান। আর যারা না দেখতে পাবেন তারা অপেক্ষা করে পরবর্তিতে আবার চেষ্টা করলে দেখা যাবে।